tunnel-light

শিক্ষক, স্বশিক্ষা এবং Passion

স্বশিক্ষা

আমাদের মধ্যে কিছু কম সংখ্যক সৌভাগ্যবান ব্যক্তিই নিজেকে নিজে স্বশিক্ষিত করতে পারেন। আর আর বাকি কৌতুহলী জ্ঞান পিপাসু মানুষদের একজন শিক্ষক বা গুরুর প্রয়োজন হয়। আপনার জীবনের শিক্ষক যে কোন কিছু, যে কোনো ঘটনা, বা যে কোন ব্যক্তি হতে পারেন। তিনি এমন একজন যিনি সবচেয়ে অন্ধকার জায়গাতেও আপনাকে আলোর দিশা দেখাতে পারেন।

tunnel-light

শিক্ষক

যিনি হয়তো টানেলের শেষ মাথা পর্যন্ত আপনাকে পৌঁছে দিতে পারবেন না, কিন্তু টানেলের শেষ মাথার আলোকবিন্দু টা আপনাকে আঙ্গুল তুলে দেখিয়ে দিতে পারবেন। যিনি হয়তো নিজেও জানেন না সেই টানেলের শেষ মাথায় পৌঁছে আপনি কি অর্জন করতে পারবেন। কারণ শিক্ষক শুধুমাত্র পথ দেখান, কিন্তু পথ আপনার নিজেকেই তৈরী করে নিতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে আপনি কি শিখতে চান। পৃথিবীতে কয়েক কোটি রকমের প্রাণের সমাহার ঘটলেও শুধুমাত্র নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য মানুষকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে।

Passion

তার মধ্যে একটি হচ্ছে ভালোবাসার ক্ষমতা। অতএব, আপনি তাই করুন যা আপনি করতে ভালোবাসেন। The secret in their eyes মুভির একটা লাইন ছিল এমন- Pablo Sandoval বলছিল

“A guy can change anything. His face, his home, his family, his girlfriend, his religion, his God. But there’s one thing he can’t change. He can’t change his passion.”

প্রত্যেকটা মানুষই সৃষ্টিশীল,এবং তার এই ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার শুধুমাত্র তার প্যাশন কে ঘিরেই করা সম্ভব। আমরা যাদেরকে ক্রিয়েটিভ পারসন বা শিল্পী বলি তারা আসলে সুনির্দিষ্ট প্যাশন থাকা এবং সেটা নিয়ে দিনরাত কাজ করে যেতে পারা কিছু সৌভাগ্যবান মানুষদের মধ্যে পরেন। উদাহরণস্বরুপ রোয়ান এটকিনসনের কথা বলা যায়।পুরো পৃথিবী কে হাসিয়ে বেড়ানো এই মানুষটি যদি নিজের প্যাশনকে বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং এর উচ্চ বেতনের নটা পাঁচটা চাকরি করতে থাকতেন, তাহলে অন্তত এই লেখায় ওনার নাম উদাহরণ হিসেবে ব্যবহার হতো না।

একই মানুষের প্যাশন এক বা একাধিক হওয়া সম্ভব। তবে প্যাশন থাকা মানে এই না যে আপনাকে সেটার উপরে খুব বেশি প্রতিভাবান হতে হবে অথবা সেটাই হবে আপনার উপার্জনের প্রধান উৎস। জীবনের কঠিন বাস্তবতা গুলোর মধ্যে একটা হল, বেঁচে থাকার জন্য আপনার অর্থের প্রয়োজন। তাই এই ব্যস্ত জীবনের ভিড়ে শুধুমাত্র অবসর সময়েই আপনি করতে ভালোবাসেন এমন কিছুু নিয়ে নিজের জন্য সুন্দর সময় তৈরি করতে পারেন। আর জীবন শুধুমাত্র সুন্দর নয়, জীবন একটা অভিযানও- নিজের প্যাশনকে তাড়া করে ফেরার।

Choose a job you love, and you will never have to work a day in your life.” ~ Confucius

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top