lost-to-pakistan

পাকিস্তানের কাছে হারার পর বাংলাদেশের হারার আসল কারণ তুলে ধরলেন এই দর্শক

Shafwan Shanto লিখেছেনঃ

বড় টিম হতে গেলে অনেক কঠিন ডিসিসন নিতে হয় যা আমাদের টিম পারবে নাকি সন্দেহ আছে । মুশফিককে বাজে কিপিং এর মত চাক্ষুশ সমস্যা থাকার পরেও কিপিং ছাড়াতে পারে নাই আমাদের ম্যানেজমেন্ট, তাহলে এর চেয়েও বড় কঠিন ডিসিসন কেমনে নিবে ?

আবার কোন সিরিজের অগুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অভিজ্ঞ প্লেয়ারদের রেস্ট দিয়ে সেখানে অপেক্ষাকৃত কম অভিজ্ঞদের সুযোগ দেওয়া হয় । আর আমাদের টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের আগের ট্রাই ন্যাশন সিরিজেও ফাইনালের আগের ডেড রাবার ম্যাচটিতেও টপ মোস্ট সিনিয়রদের একজনকেও রেস্ট দিতে পারেন নাই । এই সামান্য বেপারগুলোও যদি আমাদের সিনিয়ররা না বোঝেন বা ম্যানেজমেন্ট না বোঝে তাহলে ধরে নিতেই হবে , কিছু অভিজ্ঞ সিনিয়র দলে তাদের জায়গা নিয়ে অনিশ্চয়তায় ভোগেন এই ভেবে , যদি কোন জুনিয়র প্লেয়ার এসে ভাল খেলে আমার জায়গা নিয়ে নেয় । অথবা তারা ম্যাচ ফি পাওয়ার লোভেও এই অগুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলেই যান দলের কথা না ভেবেই ।

পাকিস্তানের কাছে হারার পর বাংলাদেশের হারার আসল কারণ তুলে ধরলেন এই দর্শক

[su_youtube_advanced url=”https://www.youtube.com/embed/4X31O_XjlKc” controls=”alt” rel=”no” modestbranding=”yes” https=”yes” wmode=”transparent”]

পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ দলের পারফর্ম্যান্স নিয়ে ক্ষুব্ধ এই দর্শক।

লর্ডসের রাস্তায় ইন্টারভিউ।

মিডিয়াঃ ডয়েচেভেলে, জার্মানি।

এই সামান্য ডিসিসন গুলোই যদি ম্যানেজমেন্ট ভালভাবে নিতে না পারে তাহলে বড় টিম হওয়ার কথা শুধু মুখেই বলতে হবে , নইলে সবসময় চাইব অস্ট্রেলিয়ার মত পারফর্মেন্স এবং পাব আফগানিস্তানের বা বর্তমান ওয়েস্ট ইন্ডিজের মত পারফর্মেন্স , এবং নিজেকে সান্ত্বনা দিবে মানুষ এই বলে আমাদের সামর্থ তো এর বেশি না ।

অতঃপর সবাই বলবে , ম্যানেজমেন্ট যাকে খেলাবে তাকেই সাপোর্ট দিব , তা সে বাজে কিপার মুশফিক খেলালেও একই কথাই বলতে হবে , ম্যানেজমেন্ট কি আমাদের চেয়ে কম বোঝে ?

দেশপ্রেম সব খেলোয়াড়েরই আছে , কিন্তু ক্রিকেট খেলতে হলে , ম্যাচ জিততে হলে সবার আগে চাই খেলাটার প্রতি ভালবাসা, খেলাটার জন্য নিবেদিত হওয়া , পারফর্ম করার জন্য ফিটনেস ঠিক রাখা , এক কথায় প্রফেশনের প্রতি প্রফেশনালিজম দেখানো , সাকিবের মত চরম পেশাদার এক চ্যাম্পিওন প্লেয়ার থাকার পরেও যদি দলের প্লেয়াররা তার অর্ধেকও প্রফেশনালিজম দেখাতে না পারে তাহলে বড় টিম হওয়ার স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে যাবে ।

Monsur Patwary Bappy লিখেছেনঃ

বাংলাদেশ দলে সাকিবের মত মেন্টালি টাফ আর কোন ক্রিকেটার ই নেই,বাংলাদেশের মিডিয়া আর জনগন কোন প্লেয়ারের সমালোচনা যদি সবচেয়ে বেশি করে থাকে সেটা সাকিবের কিন্তু সাকিব সেগুলো গায়ে না মেখে দিনের পর দিন সেরা পারফর্ম করে যাচ্ছে।

সমালোচনা তো মেসি,রোনালদো,কোহলিদের ও হয়।ভারত একটা মাত্র ম্যাচ হারলো,ইংল্যান্ড দুইটা, আর পাকিস্তান আফগানিস্তান এর কাছে অল্পের জন্য রেহাই পাওয়াতে সেই সব দেশের মিডিয়া কিভাবে সমালোচনা করসে সেগুলো সবার দেখা উচিত।

বেয়ারস্টোর মুন্ডুপাত করছিল সাবেক ক্রিকেটার আর মিডিয়া,সেই বেয়ারস্টো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলো প্রতিপক্ষকে গুডিয়ে দিয়ে।

আর আমাদের তামিম প্রেস কনফারেন্স এ এসে রিএক্ট করে কেন এত সমালোচনা হয়,ম্যাশ কে ডিফেন্ড করে মরিয়া হয়ে।সেলিব্রেটি হইলে মিডিয়া পিছে লেগেই থাকবে কিন্তু সেগুলো কে পাত্তা না দেয়ার মত টাফ হত্র হবে।

অস্ট্রেলিয়ার প্রত্যেক টা ম্যাচে এখন ওয়ার্নার কে দর্শক রা চিটার চিটার বলে ধুয়ো দেয় কিন্তু সে কি রিএক্ট করসে???

তার ব্যাট দিয়ে সে কথা বলসে…

সরি টু সে,এই বিশ্বকাপে সাকিব যে মনোবল নিয়ে গেছে,ডেডিকেশন দেখাইসে তা অন্য প্লেয়ার দের মধ্যে অনেকাংশেই মিসিং ছিল মিরাজ ছাড়া।শুধু রান করসে বলেই বলছি না,ফিল্ডিং এর সময় বল চেজ করা আর ডাবল রান নেয়ার সময় ওর দৌড় দেখলেই তা বুঝা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top